
Golok LokUtsav – Joydev Kenduli Baul Mela 2026
A Celebration of Folk, Spirit, Humanity and Global Harmony
The Joydev Kenduli Baul Mela is one of Bengal’s most cherished festivals, where folk, spirituality, and community come alive in the heart of nature. Held annually in Joydev Kenduli, near Shantiniketan—the cultural hub of Bengal—this festival is a kaleidoscope of colors, sounds, and traditions. With the addition of Golok LokUtsav, the 2026 edition promises to be even more special, offering global travelers and music lovers a unique chance to experience the timeless Baul tradition in harmony with world folk cultures.

About Joydev Kenduli Baul Mela 2026
The Joydev Kenduli Baul Mela 2026 is dedicated to poet Jaydev, the creator of the Gita Govinda. Every January, the Ajoy riverbanks turn into a spiritual and cultural hub where Baul singers, sadhus, and seekers gather to celebrate life and devotion. The atmosphere is warm and inviting, drawing locals and international visitors into a shared journey of music, mysticism, and joy.
The Spiritual Essence of Baul Tradition
The Bauls are mystical minstrels of Bengal, living a life devoted to love, simplicity, and the search for the divine within. Their songs—Baul gaan—carry messages of humanity and spiritual freedom. At the Joydev Kenduli Baul Mela 2026, visitors experience this living tradition firsthand, where music is not just performed but lived as a way of life.
Golok LokUtsav – Connecting Cultures Globally
In 2026, the mela expands into Golok LokUtsav, creating a space for cultural exchange between Bengal’s Baul heritage and folk traditions from around the world. International artists will join Baul musicians, presenting collaborative performances that celebrate unity through the universal language of music.
Festival Highlights
-
Baul Akhras: All-night soulful performances by Baul masters.
-
Cross-Cultural Collaborations: International folk musicians joining Baul performances.
-
Workshops & Dialogues: Deep dives into Baul philosophy, meditation, and music.
-
Craft Bazaar: Handmade crafts, souvenirs, and local artistry.
-
Food Stalls: Authentic Bengali cuisine and traditional sweets.
-
Riverbank Magic: The serene setting of the Ajoy River adds natural beauty to the experience.
Camping with TarkataZ at Golok Ecospace
To make your festival experience seamless, TarkataZ offers camping packages at Golok Ecospace, located on the lush green banks of the Ajoy River.
Campsites Offer:
-
Cozy Tents: Twin-sharing or group options for a comfortable stay.
-
Starry Nights: Sleep under the open skies and starlit horizons.
-
Bonfires & Friendships: Warm evenings by the fire, sharing music and stories.
-
Nature Walks: Explore nearby forests and river trails.
Why Choose TarkataZ?
-
Convenience: Hassle-free, well-arranged camping experience.
-
Comfort: Cozy accommodations with modern amenities.
-
Community: Meet fellow travelers and build lifelong memories.
-
Sustainability: Eco-friendly practices with respect for nature.
Accommodation & Meals
At Golok Ecospace, travelers can choose from:
-
Tents under the stars (2p, 3p, and group sharing).
-
Rustic straw huts with a traditional Bengal touch.
-
Rooms with modern comforts for a homely feel.
- Meals: Freshly prepared Bengali cuisine—breakfast, lunch, dinner, and evening snacks. Food is made with organic local produce to give you authentic flavors.
Booking & Travel Information
-
Booking Process: Confirm via WhatsApp @+91-9804325501 with details like check-in, check-out, number of guests, and accommodation preference.
-
Advance Payment: 50% advance through UPI/Bank/Payment link; remaining on arrival.
-
Transport: Pick-up/drop available from Bolpur, Durgapur & Kolkata.
How to Reach Joydev Kenduli
-
By Air: Netaji Subhas Chandra Bose International Airport, Kolkata (180 km).
-
By Train: Durgapur (25 km) and Bolpur Shantiniketan (30 km) are the nearest stations.
-
By Road: Well-connected by car and bus; Joydev Kenduli bus stand is just 800m away.
Nearby Attractions
-
Radhabinode Temple
-
Deul Temple of Ichai Ghosh
-
Hetampur Royal Palace & Terracotta temples
-
Shantiniketan heritage trails
Explore our Joydev Kenduli Travel Guide to know more about this small beautiful riverside village of Birbhum district in West Bengal.
Relive Past Moments
Curious about the spirit of Golok LokUtsav?
Explore Memories from Previous Festivals
From soulful riverside evenings to international folk collaborations, each year tells a story of unity and joy. Step into the gallery and feel the magic for yourself.
What people think about Golok
Posted on Sounak Bakshi2025-02-03Trustindex verifies that the original source of the review is Google. Golok is a place of peace,situated beside of Ajay River bank in Joydev. Those who want to spends time in a river side village with a melodic happiness then must visit Golok. Lodging & fooding is good enough.You can feel a home away from home. You can enjoy baul songs and Padaboli from legend maestro's closely .Interact with them see their lifestyle closely .You can Feel the test of rural Bengal. My favourite weekend time zone is Golok.Posted on AALAP SAHA2025-02-03Trustindex verifies that the original source of the review is Google. জীবনপথে মনের মানুষ, খুঁজে ফেরে যেই জনা, সহজসুরের সরলস্বরে জৈবগোলক তার চেনা। আমাদের জীবন খুব চেনা গন্ডীতে বাঁধা। পিতামাতার সিদ্ধান্তে জন্মের পর, একটা সময় আমাদের কাটে ভবজগৎে কাজ চালিয়ে নেবার মত মস্তিষ্ক ও জ্ঞান বানাতে। ছোটবেলা থেকেই বস্তুবাদী হিসেবের ছক দিয়ে ভরানো হয় আমাদের বোধবুদ্ধির সার্কিট। ভোগপুঁজির দুনিয়া এমনই। শিক্ষার নামে জীবনের প্রথম ২০-২৫ বছরে আমাদের নতুন কিছু জানার ইচ্ছে মেরে ফেলা হয় সুচারুভাবে, অজানা এক ভয় দেখিয়ে। চেনা ছকের বাইরের অনিশ্চয়তার ভয়। অজ্ঞাত ভয়ে অজ্ঞান আমরা কোনোমতে পুঁথিগত বিদ্যা শেষ করে ভাবি - অনেক শিখে ফেলেছি। আর কিছু শেখার নেই। এবার আমার অর্থোপার্জনের পালা। তারপর, একটির পর একটি রোপিত স্বপ্ন আমাদের পূরণ ✅ করতে হয়। টাকা, বিয়ে, ফ্ল্যাট, গাড়ী, পদোন্নতি, ভোগবৈভব, ভবিষ্যৎ। আমার অমুক, আমার তমুক। আরও আরও ...... কখনো শেষ না হওয়া বস্তুচাহিদার মিছিল। অজ্ঞানতার ঘেরাটোপে ৪০ পেরোতে না পেরোতেই আমরা হারিয়ে ফেলি নতুন কিছু জানার সাহস। তার থেকেও বেশি হারিয়ে ফেলি জানার ইচ্ছে, বেঁচে থাকার উদ্দেশ্য। আমি কি চাই - না বুঝে মানুষ পালিয়ে বেড়ায়, আজীবন। জীবনের অন্তিম সময়ে যখন বোধগম্য হয় পরমার্থ - আমি কে, তদ্দিনে অনেক দেরি হয়ে গেছে। স্ব-জ্ঞাত হবার সুযোগ না হলে মনের মানুষের পথে হাঁটাও হয় না। ব্যস্ততার মধ্যে এভাবেই আমরা শেষ করে ফেলি বাস্তব জীবন। মনের মানুষ অধরা থেকে যায় মনের অচেনা অলিগলিতে। ঐ মনের মানুষকে জানার ইচ্ছের খাতিরেই বস্তুচাহিদার সাথে সকল সূত্র কেটে দিয়ে Tarkataz - এর বাউলপথে যাত্রা। চাকচিক্যহীন সাদামাটা জীবনবোধের ছোঁয়ার মধ্য দিয়ে বিশুদ্ধ আনন্দ বিনিময়ে অতিথির জীবন পূর্ণ করে তোলাই Tarkataz-এর উদ্দেশ্য। ওরা বীরভূমের জয়দেব কেন্দুলিতে, অজয়ের পাড়ে, ক্ষেত্রপালের বটমূলে গোলক (Riverside Retreat বলাতে আমার আপত্তি আছে। আশ্রয় বা আশ্রম বেশি যথাযথ) নামক একটি বাউলসংস্কৃতি সাধনকেন্দ্র তৈরি করবার চেষ্টা করে যাচ্ছে, বিনম্র অধ্যাবসায়ে, বিগত ৪ বছর ধরে। ওদের পাথেয় আর সাহস গুরু অনাথবন্ধু ঘোষের আশীর্বাদ। আর কাঁধে গুরুভার - বঙ্গভূমের কালজগৎে জয়দেবের গীতগোবিন্দম্-এর শেষ সমঝদারকে টিকিয়ে রাখতে হবে। বাউল-এর Meme-টি টিকিয়ে রাখতে হবে। বাউল, রবীন্দ্রনাথ, বেদান্ত, সংস্কৃতশাস্ত্র, কোয়ান্টাম বিজ্ঞানের যোগসূত্রে Memetics চাবিকাঠি। যথার্থ শিক্ষা ছাড়া কখনোই Meme নতুন জৈবমানুষে প্রবেশ করানো সম্ভব নয়। এই ডিজিটাল যুগের সকল প্রতিকুলতা জয় করে, গুরুশিষ্যের ভালোবাসার শিক্ষা, পবিত্র ভারতভূমির সুপ্রাচীন আধ্যাত্মবাদী জীবনবোধের স্পর্শ, মনের মানুষের নাগালের মধ্যে এনে দিতে ওরা বদ্ধপরিকর। গোলকের রোজকার সময় সুন্দর ও সুখময়। বাউলের এ মেঠো পথ অকারণেই আনন্দময়। সৃষ্টি ও কৃষ্টির সমন্বয়ে উদ্ভাসিত। ও সে যে দেখেছে, সেই মজেছে। এ হল Tarkataz এর জৈবগোলক। রাধাশরীরে কৃষ্ণ মন। কৃষ্ণ কে? ঐ যোগসূত্র ধরেই জয়দেবের গীতগোবিন্দম্। গুরুজী অনাথবন্ধু ঘোষের সম্পর্কে একটু পড়াশোনা করে দেখতে পারেন। তবে, যা বলতে চাই তা গুরুজীর সামনে বসে একখানি গান শুনলে সহজেই বুঝে যাবেন। Droidocene Epoch - এর এই বয়ে যাওয়া সময়ের আত্মবিস্মৃত বাঙালী আমরা। নিজসংস্কৃতি ও শেকড়ের যত্ন নেবার কথা আমাদের মন ভুলে গেছে। Tarkataz বোঝে - ভোগবাদের যুগে, বাস্তববুদ্ধির মাথা সব ঘটনাতেই মনে সন্দেহ জাগায়। Tarkataz আসলে টাকা কামানোর নতুন কোনও ফন্দিফিকির নয় তো! মাথা ও মনের বিবাদ ভঞ্জনের জন্য তাই দিন দুয়েক ঘুরে আসতে পারেন গোলক থেকে। বঙ্গীয়সংস্কৃতির যত্ন নেওয়া বাঙ্গালী হিসেবে আমাদের নিজেদের বাঙ্গালীসত্তার কাছে দন্ডবৎ। বর্তমানকালকে কি আর পুরোপুরি মুঠোফোনে ধরা যায়! শরীর-মন না মিললে কি দ্বিমাত্রিকপর্দায় ভাবের ভাব ফোটে? গুরুজী কালজয়ী দ্রষ্টা। এইরকম একটি মানুষের সান্নিধ্য সুখস্মৃতিসম্পদ। একান্তে পাওয়া এই সাক্ষাৎ অভিজ্ঞতা কখনো কখনো সুরতালের পথ বেয়ে শেষ হয় গোলকের সাধনাস্থলে, গভীর রাতে, রাধামাধবের আগুনছায়ায়। তখন গোলক-অভিযাত্রীর মন ভরে ওঠে এক অব্যক্ত ভালোবাসার প্রশান্তিতে। আনন্দ বিনিময় দীর্ঘজীবি হয় আবার ফিরে আসার প্রতিশ্রুতিতে। সাথে থাকে পুনর্মিলনের আশ্বাস, এক ভালোবাসার আশ্রয় - গোলক। আমার অভিজ্ঞতার ছবি দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন। দেশবিদেশের রসিকজনকে, অজয়পাড়ের বাউলবৃত্ত খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়াই Tarkataz - এর বিশেষত্ব। প্রখ্যাত অসাধারণ মেধাবী বাউল শিল্পীদের সাথে ব্যক্তিপর্যায়ে আলাপ পরিচয়, দর্শন, সময় ভাগ করে নেওয়া - আলাদা অনুভব। সামান্য খরচে রসিকজনকে একটি স্নিগ্ধ, নিশ্চিন্ত ও পূর্ণ আন্তরিকতায় ভরা অনাড়ম্বর আশ্রয় দিতে ওরা সফল। বহুল ব্যবহারে জীর্ণ দৈনন্দিন জীবনে দম আটকে এলে, এক বুক অক্সিজেন পেতে একবার পদার্পণ করতে পারেন গোলকে। Tarkataz - এর আতিথেয়তা গ্রহণ করে ধন্য হতে পারেন সকল মনের মানুষ। বিত্ত নয়, চিত্তে বড় হই আসুন। জয়গুরু। জয় জনার্দন। 🙏Posted on Kalyan Das2025-02-01Trustindex verifies that the original source of the review is Google. A quiet oasis in the chaos of the Joydev Kenduli mela. Attracts genuine practitioners of the Baul craft of music. Heard and witnessed the best Baul performances of my life. The food was hygienic and good. The proximity to Moner Manush Akhara is an added attraction. Recommended place to stay.Posted on sharmila bhattacharjee2025-01-16Trustindex verifies that the original source of the review is Google. Hotat kore du din er jono golok e chilam. Radha madhov dorshon to holoi ter sathe goloker protiti Sodoshyo der bebohar otuloliyo muhurto katalam.Posted on Soumya Dutta2024-04-07Trustindex verifies that the original source of the review is Google. Had a wonderful stay for a night with friends.Posted on Hiromitsu Hirata2024-03-19Trustindex verifies that the original source of the review is Google. Shouvik, the owner of the place, is such a gentle and sweet-hearted person. He offered us the most delicious homely food in the town and showed us where to visit to listen to and jam with marvellous Baul musicians. The riverside location made the stay peaceful, and sitting on a bower beside a small open temple shaded by a Bunyan tree and listening to lovely music felt so cosy. I'd definitely recommend the place to anyone who wishes to travel the rural town to go deeper into the root culture of Bengal.Posted on Sam Perry2024-02-20Trustindex verifies that the original source of the review is Google. This is a very special place, with a peaceful garden, right beside a beautiful temple. Shouvic and Shanita cooked me delicious local cuisine and showed me parts of Joydeb I would not have experienced otherwise - Joydeb has so much to offer. Its a hub of fascinating ideas and music that will certainly leave you inspired. Golok is in prime position to explore and Shouvic has both the knowledge and access that will enable you to make the most of your trip, and more. I highly recommend a visit to Golok Riverside Retreat!
Join the Celebration
Whether you’re a folk artist looking to perform, a traveler seeking cultural immersion, or a music lover drawn to soulful traditions, Golok LokUtsav has a place for you.
Joydev Kenduli Baul Mela 2026 Dates: January 14 – 16, 2026
Location:
Golok is located in some of the most picturesque locations in Bengal, where nature and culture intertwine seamlessly. Our flagship campsite is set by the peaceful banks of the Ajay River, in the heart of Joydev Kenduli, a place famous for its Baul folk festivals. Here, the land itself is steeped in musical history and spiritual significance, making it the perfect setting for our retreats.
Final Thoughts
The Joydev Kenduli Baul Mela 2026 with Golok LokUtsav is more than a festival—it’s a soulful journey. By choosing TarkataZ for your stay, you don’t just attend an event; you step into a living cultural heritage filled with music, spirit, and community.
Whether you are a traveler seeking new horizons, a music lover searching for soulful rhythms, or a spiritual seeker, this festival is your gateway to experiencing Bengal at its most authentic and magical.
🌿✨ Come join us by the riverside—where music meets the soul, and strangers become family.
Register Now to be part of this unforgettable folk journey.
Golok LokUtsav 2026 – where Bengal’s Baul traditions meet the world’s folk voices, creating harmony beyond borders.