Welcome to Golok : A Unique Blend of Nature, Camping, and Folk Culture



















At Golok Riverside Retreat, we believe that true connection happens in the heart of nature. Nestled by the serene rivers and lush greenery of Bengal, we offer a one-of-a-kind camping experience that combines the beauty of the outdoors with the rich cultural heritage of Bengal’s folk traditions. Whether you’re seeking peace in nature or an immersive cultural retreat, Golok is where adventure meets soulful experiences.
Who We Are
We are a group of passionate nature enthusiasts, culture lovers, and music aficionados who wanted to create a space where travelers can experience more than just the typical camping trip. Golok Riverside Retreat was born from our desire to blend the tranquility of nature with the vibrant spirit of Bengal’s folk festivals. What sets us apart is our deep connection to the region’s cultural roots, especially the iconic Baul music tradition. Supported by a network of local artists, we aim to promote and preserve Bengal’s folk art through our camping retreats.
What We Do
At Golok Riverside Retreat, we provide an experience that goes beyond simple camping. Our camps are designed to connect you with nature while immersing you in the soulful world of folk music and culture. Here’s what you can expect from a stay with us:

-
- Camping in Bengal’s Scenic Wilderness: Our campsite is located amidst nature’s finest settings, offering a peaceful retreat where you can disconnect from the bustle of everyday life. Surrounded by the beauty of Bengal’s rivers, forests, and wildlife, you’ll experience the raw beauty of the region.
- Folk Music and Cultural Festivals: Our campsites come alive with the sounds of Baul music and other folk traditions. We regularly host live music performances, cultural exchanges, and interactive workshops, where visitors can learn about and participate in these age-old traditions. Whether it’s listening to mesmerizing Baul songs around a campfire or dancing to the beats of folk instruments, each visit promises an unforgettable cultural immersion.
-
- Workshops and Storytelling: Apart from music performances, we also offer workshops on traditional instruments, Baul philosophy, and storytelling. You’ll have the chance to meet and learn from local artists who have dedicated their lives to these traditions, deepening your appreciation for Bengal’s rich cultural tapestry.
Where We Are

Golok is located in some of the most picturesque locations in Bengal, where nature and culture intertwine seamlessly. Our flagship campsite is set by the peaceful banks of the Ajay River, in the heart of Joydev Kenduli, a place famous for its Baul folk festivals. Here, the land itself is steeped in musical history and spiritual significance, making it the perfect setting for our retreats.
Joydev Kenduli is known for hosting some of the most vibrant folk festivals in Bengal, and TarkataZ offers you front-row access to these events. Our location allows us to provide guests with an authentic experience, away from the noise of tourist-heavy areas, yet close enough to explore nearby heritage temples, forests, and villages.
Why Golok Riverside Retreat?

If you’re searching for an authentic camping in Bengal experience that not only brings you closer to nature but also allows you to delve into the heart of West Bengal’s folk culture, Golok Riverside Retreat is the perfect getaway. Whether it’s a weekend retreat or a longer cultural immersion, our camps offer something for everyone—nature lovers, music enthusiasts, and cultural explorers alike. At Golok Riverside Retreat, every moment is crafted to help you rediscover yourself in the embrace of nature, music, and tradition.
Join us, and be part of a community that celebrates the beauty of the outdoors and the rich heritage of Bengal’s folk traditions.
Book Your Experience Today!
Looking for joydev kenduli resort with an affordable stay option? Well you are in a righlt place !
Get ready to embark on a unique journey that blends the tranquility of camping with the energy of folk music? Visit Golok Riverside Retreat and create memories that will stay with you long after your stay. Discover the true spirit of Bengal—where nature, music, and culture come together.

What people think about Golok
Sounak Bakshi2025-02-03 Golok is a place of peace,situated beside of Ajay River bank in Joydev. Those who want to spends time in a river side village with a melodic happiness then must visit Golok. Lodging & fooding is good enough.You can feel a home away from home. You can enjoy baul songs and Padaboli from legend maestro's closely .Interact with them see their lifestyle closely .You can Feel the test of rural Bengal. My favourite weekend time zone is Golok. AALAP SAHA2025-02-03 জীবনপথে মনের মানুষ, খুঁজে ফেরে যেই জনা, সহজসুরের সরলস্বরে জৈবগোলক তার চেনা। আমাদের জীবন খুব চেনা গন্ডীতে বাঁধা। পিতামাতার সিদ্ধান্তে জন্মের পর, একটা সময় আমাদের কাটে ভবজগৎে কাজ চালিয়ে নেবার মত মস্তিষ্ক ও জ্ঞান বানাতে। ছোটবেলা থেকেই বস্তুবাদী হিসেবের ছক দিয়ে ভরানো হয় আমাদের বোধবুদ্ধির সার্কিট। ভোগপুঁজির দুনিয়া এমনই। শিক্ষার নামে জীবনের প্রথম ২০-২৫ বছরে আমাদের নতুন কিছু জানার ইচ্ছে মেরে ফেলা হয় সুচারুভাবে, অজানা এক ভয় দেখিয়ে। চেনা ছকের বাইরের অনিশ্চয়তার ভয়। অজ্ঞাত ভয়ে অজ্ঞান আমরা কোনোমতে পুঁথিগত বিদ্যা শেষ করে ভাবি - অনেক শিখে ফেলেছি। আর কিছু শেখার নেই। এবার আমার অর্থোপার্জনের পালা। তারপর, একটির পর একটি রোপিত স্বপ্ন আমাদের পূরণ ✅ করতে হয়। টাকা, বিয়ে, ফ্ল্যাট, গাড়ী, পদোন্নতি, ভোগবৈভব, ভবিষ্যৎ। আমার অমুক, আমার তমুক। আরও আরও ...... কখনো শেষ না হওয়া বস্তুচাহিদার মিছিল। অজ্ঞানতার ঘেরাটোপে ৪০ পেরোতে না পেরোতেই আমরা হারিয়ে ফেলি নতুন কিছু জানার সাহস। তার থেকেও বেশি হারিয়ে ফেলি জানার ইচ্ছে, বেঁচে থাকার উদ্দেশ্য। আমি কি চাই - না বুঝে মানুষ পালিয়ে বেড়ায়, আজীবন। জীবনের অন্তিম সময়ে যখন বোধগম্য হয় পরমার্থ - আমি কে, তদ্দিনে অনেক দেরি হয়ে গেছে। স্ব-জ্ঞাত হবার সুযোগ না হলে মনের মানুষের পথে হাঁটাও হয় না। ব্যস্ততার মধ্যে এভাবেই আমরা শেষ করে ফেলি বাস্তব জীবন। মনের মানুষ অধরা থেকে যায় মনের অচেনা অলিগলিতে। ঐ মনের মানুষকে জানার ইচ্ছের খাতিরেই বস্তুচাহিদার সাথে সকল সূত্র কেটে দিয়ে Tarkataz - এর বাউলপথে যাত্রা। চাকচিক্যহীন সাদামাটা জীবনবোধের ছোঁয়ার মধ্য দিয়ে বিশুদ্ধ আনন্দ বিনিময়ে অতিথির জীবন পূর্ণ করে তোলাই Tarkataz-এর উদ্দেশ্য। ওরা বীরভূমের জয়দেব কেন্দুলিতে, অজয়ের পাড়ে, ক্ষেত্রপালের বটমূলে গোলক (Riverside Retreat বলাতে আমার আপত্তি আছে। আশ্রয় বা আশ্রম বেশি যথাযথ) নামক একটি বাউলসংস্কৃতি সাধনকেন্দ্র তৈরি করবার চেষ্টা করে যাচ্ছে, বিনম্র অধ্যাবসায়ে, বিগত ৪ বছর ধরে। ওদের পাথেয় আর সাহস গুরু অনাথবন্ধু ঘোষের আশীর্বাদ। আর কাঁধে গুরুভার - বঙ্গভূমের কালজগৎে জয়দেবের গীতগোবিন্দম্-এর শেষ সমঝদারকে টিকিয়ে রাখতে হবে। বাউল-এর Meme-টি টিকিয়ে রাখতে হবে। বাউল, রবীন্দ্রনাথ, বেদান্ত, সংস্কৃতশাস্ত্র, কোয়ান্টাম বিজ্ঞানের যোগসূত্রে Memetics চাবিকাঠি। যথার্থ শিক্ষা ছাড়া কখনোই Meme নতুন জৈবমানুষে প্রবেশ করানো সম্ভব নয়। এই ডিজিটাল যুগের সকল প্রতিকুলতা জয় করে, গুরুশিষ্যের ভালোবাসার শিক্ষা, পবিত্র ভারতভূমির সুপ্রাচীন আধ্যাত্মবাদী জীবনবোধের স্পর্শ, মনের মানুষের নাগালের মধ্যে এনে দিতে ওরা বদ্ধপরিকর। গোলকের রোজকার সময় সুন্দর ও সুখময়। বাউলের এ মেঠো পথ অকারণেই আনন্দময়। সৃষ্টি ও কৃষ্টির সমন্বয়ে উদ্ভাসিত। ও সে যে দেখেছে, সেই মজেছে। এ হল Tarkataz এর জৈবগোলক। রাধাশরীরে কৃষ্ণ মন। কৃষ্ণ কে? ঐ যোগসূত্র ধরেই জয়দেবের গীতগোবিন্দম্। গুরুজী অনাথবন্ধু ঘোষের সম্পর্কে একটু পড়াশোনা করে দেখতে পারেন। তবে, যা বলতে চাই তা গুরুজীর সামনে বসে একখানি গান শুনলে সহজেই বুঝে যাবেন। Droidocene Epoch - এর এই বয়ে যাওয়া সময়ের আত্মবিস্মৃত বাঙালী আমরা। নিজসংস্কৃতি ও শেকড়ের যত্ন নেবার কথা আমাদের মন ভুলে গেছে। Tarkataz বোঝে - ভোগবাদের যুগে, বাস্তববুদ্ধির মাথা সব ঘটনাতেই মনে সন্দেহ জাগায়। Tarkataz আসলে টাকা কামানোর নতুন কোনও ফন্দিফিকির নয় তো! মাথা ও মনের বিবাদ ভঞ্জনের জন্য তাই দিন দুয়েক ঘুরে আসতে পারেন গোলক থেকে। বঙ্গীয়সংস্কৃতির যত্ন নেওয়া বাঙ্গালী হিসেবে আমাদের নিজেদের বাঙ্গালীসত্তার কাছে দন্ডবৎ। বর্তমানকালকে কি আর পুরোপুরি মুঠোফোনে ধরা যায়! শরীর-মন না মিললে কি দ্বিমাত্রিকপর্দায় ভাবের ভাব ফোটে? গুরুজী কালজয়ী দ্রষ্টা। এইরকম একটি মানুষের সান্নিধ্য সুখস্মৃতিসম্পদ। একান্তে পাওয়া এই সাক্ষাৎ অভিজ্ঞতা কখনো কখনো সুরতালের পথ বেয়ে শেষ হয় গোলকের সাধনাস্থলে, গভীর রাতে, রাধামাধবের আগুনছায়ায়। তখন গোলক-অভিযাত্রীর মন ভরে ওঠে এক অব্যক্ত ভালোবাসার প্রশান্তিতে। আনন্দ বিনিময় দীর্ঘজীবি হয় আবার ফিরে আসার প্রতিশ্রুতিতে। সাথে থাকে পুনর্মিলনের আশ্বাস, এক ভালোবাসার আশ্রয় - গোলক। আমার অভিজ্ঞতার ছবি দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন। দেশবিদেশের রসিকজনকে, অজয়পাড়ের বাউলবৃত্ত খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়াই Tarkataz - এর বিশেষত্ব। প্রখ্যাত অসাধারণ মেধাবী বাউল শিল্পীদের সাথে ব্যক্তিপর্যায়ে আলাপ পরিচয়, দর্শন, সময় ভাগ করে নেওয়া - আলাদা অনুভব। সামান্য খরচে রসিকজনকে একটি স্নিগ্ধ, নিশ্চিন্ত ও পূর্ণ আন্তরিকতায় ভরা অনাড়ম্বর আশ্রয় দিতে ওরা সফল। বহুল ব্যবহারে জীর্ণ দৈনন্দিন জীবনে দম আটকে এলে, এক বুক অক্সিজেন পেতে একবার পদার্পণ করতে পারেন গোলকে। Tarkataz - এর আতিথেয়তা গ্রহণ করে ধন্য হতে পারেন সকল মনের মানুষ। বিত্ত নয়, চিত্তে বড় হই আসুন। জয়গুরু। জয় জনার্দন। 🙏 Kalyan Das2025-02-01 A quiet oasis in the chaos of the Joydev Kenduli mela. Attracts genuine practitioners of the Baul craft of music. Heard and witnessed the best Baul performances of my life. The food was hygienic and good. The proximity to Moner Manush Akhara is an added attraction. Recommended place to stay. sharmila bhattacharjee2025-01-16 Hotat kore du din er jono golok e chilam. Radha madhov dorshon to holoi ter sathe goloker protiti Sodoshyo der bebohar otuloliyo muhurto katalam. Soumya Dutta2024-04-07 Had a wonderful stay for a night with friends. Hiromitsu Hirata2024-03-19 Shouvik, the owner of the place, is such a gentle and sweet-hearted person. He offered us the most delicious homely food in the town and showed us where to visit to listen to and jam with marvellous Baul musicians. The riverside location made the stay peaceful, and sitting on a bower beside a small open temple shaded by a Bunyan tree and listening to lovely music felt so cosy. I'd definitely recommend the place to anyone who wishes to travel the rural town to go deeper into the root culture of Bengal. Sam Perry2024-02-20 This is a very special place, with a peaceful garden, right beside a beautiful temple. Shouvic and Shanita cooked me delicious local cuisine and showed me parts of Joydeb I would not have experienced otherwise - Joydeb has so much to offer. Its a hub of fascinating ideas and music that will certainly leave you inspired. Golok is in prime position to explore and Shouvic has both the knowledge and access that will enable you to make the most of your trip, and more. I highly recommend a visit to Golok Riverside Retreat!